হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় মরহুম আহাদ আলী সরদারের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মরহুম আহাদ আলী সরদার ১৯২৭ সালের ১৭ জুলাই মচমইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মময় জীবনের ইতি টানেন ২০২৫ সালের ১০ জুলাই।
কীর্তিমান সেই মহৎ ব্যক্তির কর্মময় জীবনে নিয়ে মচমইল প্রগতি সংঘের উদ্যোগে প্রগতি সংঘ চত্বরে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
মচমইল প্রগতি সংঘের আহ্বায়ক ও শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ শেখ সঞ্চালনায় স্মরণ সভায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের ছেলে মাস্টার আজাহার আলী, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত শিক্ষা অফিসার ‘আলহাজ মোঃ গোলাম রহমান,আলহাজ ইয়াদ আলী মন্ডল,মচমইল ডিগ্রী কলেজের অবঃ প্রাপ্ত অধ্যক্ষ কুমার প্রতিক দাশ, সৈয়দপুর মচমইল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন,মচমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী রেবতী মোহন প্রাং, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সালাম, সাবেক অধ্যাপক আখতারুজ্জামান তপন, মচমইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন খাঁন, আব্দুল মমিন প্রামানিক, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোঃ আলী হাসান, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, মফিজ উদ্দিন শাহ, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, রনজিত কুমার, আলী মুর্তুজা, মচমইল প্রগতি সংঘের সদস্য আব্দুল করিম সরদার, আব্দুল জলিল, যুবদল নেতা শহিদুজ্জামান মুকুল, আমেনা বেগম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুধীবৃন্দ, আত্মীয়-স্বজনসহ পরিবারের লোকজন উপস্থিত ছিল। স্মরণসভা অন্তে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন অনেকে। মরহুম আহাদ আলী সরদারের মৃত্যুর মধ্যে দিয়ে পরিবারের পাশাপাশি এলাকাবাসী একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছেন।