নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১০:৪০। ২৩ আগস্ট, ২০২৫।

বাঘায় এক ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে “গভর্নিং বডি”গঠন ও নিয়োগ বানিজ্যের অভিযোগ

মে ১৭, ২০২৫ ১১:২৭
Link Copied!

বাঘা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাঘায় সরেরহাট আব্দুল গণি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে “গভর্নিং বডি”গঠন, নিয়োগ বানিজ্য-সহ অনিয়ম-দুর্নিতির বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিচালনা কমিটির বিরুদ্ধে সংশ্লিষ্ট অধিদপ্তর ও বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ভুক্তভোগী।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার গড়গড়ী ইউনিয়ন সরের হাট অবস্থিত আব্দুল গণি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সভাপতি শাহিনুর রহমান (বিপ্লব), শিক্ষক প্রতিনিধি আলমাস হোসেন-সহ “গভর্নিং বডি”র অজ্ঞাতনামা আরো ৪/৫ জন ব্যাক্তি যোগসাজশ করে নিয়োগ বানিজ্যের আশায় গত ১৬/০৩/২০২৫ ইং তারিখ “দৈনিক মানবজমিন” পত্রিকায় ‘ল্যাব সহকারী-সহ বিভিন্ন পদে মোট ০৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৩০ মার্চ-২৫ উক্ত নিয়োগ পরীক্ষার

আরও পড়ুনঃ  একাদশ শ্রেণিতে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ

 

আবেদনের শেষ তারিখ সময় বেঁধে দেয়া হয়। অথচ গত ১৬/০৩/২০১৫ইং তারিখের “দৈনিক মানবজমিন” পত্রিকায় ওই কলেজের কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে উক্ত প্রত্রিকার ২৩ নং পাতায় থাকা নিলাম বিজ্ঞপ্তির স্থলে কলেজের নামে নিয়োগ বিজ্ঞপ্তি টেম্পারিং করে পত্রিকা প্রস্তুত করা হয়েছে। অভিযুক্তরা পরস্পরের যোগসাজসে পূর্ব পরিকল্পনা অনুসারে নিয়োগ বানিজ্যের উদ্দেশ্যে টেম্পারিং করে জাল পত্রিকা তৈরী করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এছাড়া ৮টি পদে নিজেদের লোক নিয়োগের চেষ্টা করছেন বলে অভিযোগে বলা হয়।
এবিষয়ে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এই প্রতিবেদককে বলেন, মানব জমিন পত্রিকায় আমি কোন বিজ্ঞপ্তি দেয়নি। আমি কলেজের স্বার্থে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তীতে শিক্ষক, পরিচালনা কমিটি ও এলাকার সুধিবৃন্দের সঙ্গে আলোচনা করে দিয়োগের কাজ সম্পন্ন করা হবে।
কলেজের সভাপতি শাহীনুর রহমান বিপ্লব বলেন, নিয়ম বহির্ভূত ভাবে নীতিমালা অনুসরণ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং নিয়োগের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আছাদুজ্জামান জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তবে বিষয়টি দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরের। তবুও তদন্ত সাপেক্ষে প্রয়োনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।