নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ২:১০। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

বাঘায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৫ ১১:৪৮
Link Copied!

মোহা: আসলাম আলী, স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘা উপজেলা শাখার আয়োজনে ইসলামী একাডেমী স্কুল এন্ড কারিগরি কলেজের হল রুমে এই কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন (নূহু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী আঞ্চলের টিম সদস্য মোঃ রেজাউর রহমান ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন , বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা নায়েবে আমির মইনুল হোসেন।

আরও পড়ুনঃ  চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জিন্নাত আলী, সাবেক উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাও.আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ সাইফুল ইসলাম , বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম প্রমুখ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন

অনুষ্ঠানে জামায়াত কর্মীদেরকে মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন ও মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জামায়াত নেতৃবৃন্দরা জানান, বিগত সরকারের সময়ে কর্মীদের নিয়ে বড় কোনো প্রোগ্রাম করা যেতোনা। এখন অনুকূল পরিবেশ তৈরি হওয়ার কারণে দীর্ঘ কয়েক বছর পর কর্মীদের নৈতিক মানোন্নয়নের জন্য এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি : ইসরায়েলি সেনাপ্রধান

সেক্রেটারি ইউনূস আলী এর অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা জামায়ের সেক্রেটারি ইউনূস আলী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।