স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার ৯ ও ১০ অক্টোবর রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো: জুবায়ের হোসেন (শিশির) (২১), মো: জাহিদ হাসান (সাজান) (১৯), পিতা-ফারুক হোসেন লিটন, মো: শরিফুল ইসলাম (৩৮), পিতা-মো: শহিদুল ইসলাম, সর্বসাং- আশরাফপুর, মো: রতন আলী (২৭), পিতা- মৃত-শফিকুল ইসলাম, সাং-খানপুর এবং সাজা ওয়ারেন্টভুক্ত আসামী, মুনার, পিতা- মৃত: করিম, সাং-ভানুকর, মো: মজিবুর রহমান, পিতা-মৃত- খোরশেদ, সাং- মুর্শিদপুর ও মোঃ জালাল উদ্দিন, পিতা মোঃ পলান মন্ডল, সাং বিনোদপুর সাজি পড়া, সর্বথানা-বাঘা,জেলা-রাজশাহী। পুলিশের তথ্য মতে, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে আসে। এরপর অপরাধীদের ধরতে রাজশাহী জেলা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে নামে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান আসাদ জানান, বৃহসপতিবার উপ পরিদর্শক (এসআই) জামাল বাদি হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন এবং ১০ অক্টোবর শুক্রবার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।