নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১১:১৪। ২০ সেপ্টেম্বর, ২০২৫।

বিএনপি নেত্রীর মিথ্যাচারের প্রতিবাদ ছাত্রশিবিরের

সেপ্টেম্বর ২০, ২০২৫ ৬:৩৮
Link Copied!

অনলাইন ডেস্ক : বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির বক্তব্যকে ‘নির্লজ্জ মিথ্যাচার’ আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রশিবির।

শনিবার (২০ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা প্রকাশ করেন।

ওই বার্তায় বলা হয়, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বেসরকারি টিভি টকশোতে অংশ নিয়ে দাবি করেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে শিবির হত্যা করেছে।’

আরও পড়ুনঃ  শবনম ফারিয়ার বিয়ে, রইল ১০ ছবি

ছাত্রশিবিরের দাবি, ছাত্রলীগ সংঘটিত আলোচিত এ হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা শুধু মিথ্যাচারই নয়, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার শামিল।

তারা আরও বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মম নির্যাতন করে হত্যা করে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকে ‘শিবির ট্যাগ’ দিয়ে হত্যা করা হয়, যা আদালতের রায়ে প্রমাণিত।

বার্তায় বলা হয়, দীর্ঘ ১৬ বছরের শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষার্থী নির্যাতন, বিরোধী মত দমন ও মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো অপরাধই বাদ রাখেনি। এরই ধারাবাহিকতায় ছাত্রশিবির, ছাত্রদল, বিএনপি-জামায়াত ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট শাসনামলে সবচেয়ে নিপীড়িত সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গত ১৬ বছরে সংগঠনের ১০১ জন শহীদ হয়েছেন, ২০ হাজারেরও বেশি মামলায় অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে, অনেককে স্থায়ীভাবে পঙ্গু করা হয়েছে। এমনকি শিবির সন্দেহে বিশ্বজিৎসহ নিরীহ মানুষকেও ছাত্রলীগ হত্যা করেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

শিবির নেতারা বলেন, বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি ছাত্রশিবির-বিরোধী অবস্থান নিতে গিয়ে ছাত্রলীগ-আওয়ামী লীগের অপরাধকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। এতে জনমনে প্রশ্ন উঠেছে তিনি কি আসলে পতিত ফ্যাসিস্টদের এজেন্ট হয়ে কাজ করছেন? ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে শিবিরের সাংগঠনিক ইমেজ বিনষ্টের জন্য পরিকল্পিতভাবে এমন মিথ্যাচার করা হচ্ছে।

আরও পড়ুনঃ  আফগানদের হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

বার্তায় আরও বলা হয়, আমরা তার এই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে এই অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।