নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১:১৬। ৩০ সেপ্টেম্বর, ২০২৫।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো: অর্থ উপদেষ্টা

সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৯:৫৭
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর পল্টনে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত আর্থিক খাতে স্বচ্ছতা শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  নিউইয়র্কে ভারতের তীব্র সমালোচনা প্রধান উপদেষ্টার

অর্থ উপদেষ্টা দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছে। তবে, দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো।

অর্থ পাচারকারীদের স্মার্ট উল্লেখ করে তিনি আরও বলেন, বিভিন্ন কোম্পানি আয়-ব্যয়ে নানা ধরনের তেলেসমাতি করে, আর স্মার্ট বলেই টাকা পাচার করতে পেরেছে একটি গোষ্ঠী।

আরও পড়ুনঃ  ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে : তারেক রহমান

এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তথ্য-যাচাই বাছাই করার ওপর জোর দেন সাবেক বাণিজ্য সচিব শুভাশীষ বসু। পরে সংবাদ কর্মীদের প্রশিক্ষণসহ দক্ষতা বৃদ্ধিতে ইআরএফ ইনস্টিটিউটের উদ্বোধন করেন অর্থ-উপদেষ্টা।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।