নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:৪৫। ১৬ আগস্ট, ২০২৫।

বিপাশাকে কটু মন্তব্য, ক্ষমা চাওয়ার পর ম্রুণালের পাশে দাঁড়ালেন হিনা

আগস্ট ১৫, ২০২৫ ৮:১০
Link Copied!

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে করা একটি পুরনো মন্তব্য ঘিরে ফের আলোচনায় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পুরোনো ভিডিওতে দেখা যায়, বিপাশার চেহারা নিয়ে কটু মন্তব্য করছেন ম্রুণাল। সেখানে তিনি নিজেকে বিপাশার চেয়ে ‘অনেক ভালো’ বলেও দাবি করেন এবং বিপাশাকে ‘পুরুষালি পেশীবহুল মেয়ে’ বলে আখ্যা দেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

এ নিয়ে বিতর্ক ছড়ালে বৃহস্পতিবার প্রকাশ্যে ক্ষমা চান ম্রুণাল। আর ম্রুণালের এই ক্ষমা প্রার্থনার পরই তার পাশে দাঁড়ালেন অভিনেত্রী হিনা খান। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে তিনি লেখেন, জ্ঞান হল জ্ঞানবৃক্ষের ফল যা অভিজ্ঞতার মধ্যে প্রোথিত। আমাদের সামাজিক দক্ষতা, যোগাযোগ এবং বোঝার গভীরতা সময়ের সঙ্গে সঙ্গে আসে। আমরা সকলেই ভুল করি, বিশেষ করে যখন আমরা ছোট থাকি। ম্রুণালের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি অতীতেও এমন বোকা বোকা ভুল করেছি।

আরও পড়ুনঃ  প্রথম ১০ দিনেই ই-রিটার্ন দাখিল প্রায় ১ লাখ করদাতার

হিনা আরও যোগ করেন, ‘অনেক সময় আমরা কিছু প্রকাশ করি, কিন্তু তা সামলানোর মতো দক্ষতা থাকে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলাই, হয়ে উঠি আরও সদয়, সহানুভূতিশীল। শিখি একে অপরকে ওপরে তোলার, একে অপরের মুকুট ঠিক করে দেওয়ার পাঠ।’

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বিপাশারও প্রশংসা করেছেন হিনা। তার ভাষায়, বিপাশা ও ম্রুণাল দুজনেই অসাধারণ নারী। বিপাশা সমগ্র সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। আরও লিখেছেন, ‘আমি খুশি ও গর্বিত যে ম্রুণাল নিজের ভুল স্বীকার করেছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।