নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১:৪৪। ১৩ অক্টোবর, ২০২৫।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ যশোর” এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ

অক্টোবর ১২, ২০২৫ ৯:৫৩
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত হওয়া যশোর জেলার শার্শা উপজেলার সমগ্র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বৃহৎ সংগঠন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে আজ রবিবার(১২ অক্টোবর) দিনব্যাপি বেনাপোল পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২০০ বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বিকাল ৩ ঘটিকায় শুরু হয় এই গাছের চারা বিতরণ কর্মসূচি। এতে নেতৃত্ব দেন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর সভাপতি মো.আজিজুল হক(সময় টিভি) এবং মো.আইয়ুব হোসেন পক্ষী (আনন্দ টিভি)।

আরও পড়ুনঃ  আমাদের সিস্টেমে শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে : শামা ওবায়েদ

যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় সেগুলো হলো, বেনাপোল বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়,মা ফাতেমা(রা.) মহিলা মাদ্রাসা,বেনাপোল দারুল উলুম কওমী মাদরাসা,বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন কওমি মাদরাসা ও এতিম খানা।

সন্ধ্যার সময় হোটেল সানরুপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর মোঃ এনামুল হক, মোঃ আব্দুর গফফার ছন্দ, মোঃ আনিছুর রহমান, সিনিঃ সহঃ সভাপতি, মোঃ আশানুর রহমান আশা, সহঃ সভাপতিসহ অন্যান্য সকল সদস্য কর্মসূচিতে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।