নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৮:৪৬। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

বিমান দুর্ঘটনার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা গুরুতর

জুলাই ২৭, ২০২৫ ৫:২১
Link Copied!

অনলাইন ডেস্ক : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর দগ্ধ অবস্থায় ৩৬ জন এখন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  শিক্ষিকা মাসুকার কবরে গার্ড অব অনার

বাকিদের মধ্যে চারজন মেডিকেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এমএইচডিইউ) চিকিৎসাধীন, ছয় জন ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ), আট জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে (পিওডব্লিউ) এবং ১৪ জন ইনস্টিটিউটের কেবিনে চিকিৎসাধীন।

বিমান দুর্ঘটনার পর বার্ন ইনস্টিটিউট মোট ৫৬ জন পোড়া রোগীর চিকিৎসা করেছে। তাদের মধ্যে ১৭ জন এখন পর্যন্ত ইনস্টিটিউটে মারা গেছেন এবং দুই জনের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। একজন রোগীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  উত্তরাঞ্চলে মানি লন্ডারিং প্রতিরোধে এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্রী রাফসি আক্তার রাফিয়া (১২) এবং আয়ান খান (১২) কে শনিবার বিকেলে বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।