নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৯:১৫। ৬ আগস্ট, ২০২৫।

বিয়ের কথা বলে নারীকে নিয়ে গিয়ে ধর্ষণের পর পালানো শাহীন গ্রেফতার

আগস্ট ৫, ২০২৫ ৩:০২
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিয়ের কথা বলে রাজশাহী থেকে এক নারীকে নিয়ে পালিয়েছিলেন এক যুবক। তারপর এক সপ্তাহ ছিলেন চাঁপাইনবাবগঞ্জের একটি ভাড়া বাসায়। সেখানে ওই নারীকে একাধিকবার ধর্ষণও করেন। পরে বিয়ে না করে কৌশলে পালিয়ে যান। এর সাড়ে তিন মাস পর মামলার মূলহোতা শাহীন’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

তার নাম শাহীন আলী ওরফে সৈকত (২৭)। রাজশাহীর চারঘাট উপজেলার পাইটখালি গ্রামে তার বাড়ি। ভুক্তভোগী নারী রাজশাহীর দামকুড়া থানা এলাকার বাসিন্দা। সোমবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকেই শাহীনকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

মঙ্গলবার সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী নারী (২৫) বিবাহিত। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি বাবার বাড়িতে থাকেন। সে সুযোগকে কাজে লাগিয়ে শাহীন তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত ২৪ ফেব্রুয়ারি শাহীন তাকে বিয়ের প্রলোভন দিয়ে নিয়ে যান।

আরও পড়ুনঃ  মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন

এরপর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন। সেখানে ১ মার্চ পর্যন্ত একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন শাহীন। এরপর সুকৌশলে তাকে রেখে শাহীন পালিয়ে যান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে দুটি মাথা নিয়ে শিশুর জন্ম

এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে দামকুড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামি শাহীন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।