নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৯:২১। ১ জুলাই, ২০২৫।

বিশ্বকাপকে সামনে রেখে শনিবার থেকে নারী দলের ক্যাম্প

জুন ৮, ২০২৫ ৪:৫৮
Link Copied!

অনলাইন ডেস্ক : গেল এপ্রিল মাসে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শেষে দেশে ফিরে আসে বাংলাদেশ দল। পাকিস্তানের মাটিতে সেই বাছাই পর্বের শেষ মুহূর্তে কোয়ালিফায়ার নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম শেষেই আবারো অনুশীলনে নামে নারী দলের ক্রিকেটাররা।

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাই বিসিবি। এই মুহূর্তে ঈদের ছুটিতে রয়েছেন নারী দলের ক্রিকেটাররা। ছুটি শেষে আগামী ১৪ জুন শনিবার থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে নিগার সুলতানা জ্যােতির দল।

আরও পড়ুনঃ  রিকশা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশ নেবে খেলাফত মজলিস

ঢাকা পোস্টকে নারী দলের ম্যানেজার গোলাম ফাইয়াজ বলেন, ‘১৪ তারিখ থেকে একটা অনুশীলন ক্যাম্প শুরু হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এখন থেকে বিশ্বকাপকে সামনে রেখেই অনুশীলন করা হবে। এই মাস পর্যন্ত চলবে এই ক্যাম্প। কোচিং স্টাফের সকল সদস্য থাকবে ক্যাম্পে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

তবে নারী দলের পরবর্তী সিরিজ নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। এর আগে গেল ৮মে কক্সবাজারে যায় নারী দলের ক্রিকেটাররা। এরপর ৯মে থেকে শুরু হয় তাদের অনুশীলন, দলের সঙ্গে ছিলেন ১৫ জন ক্রিকেটার। যেহেতু সেখানে ব্যাট বলের কোনো অনুশীলন ছিল না যে কারণে সেই বহরে ছিল না দলের কোনো কোচ। মূলত ট্রেনার ফিজিও ছিলেন দলের সঙ্গে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।