নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৭:৫৮। ১৩ আগস্ট, ২০২৫।

বিসিএস শিক্ষা ক্যাডারে বিভাগ একীভূতকরণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আগস্ট ১০, ২০২৫ ৭:২৭
Link Copied!

রাবি প্রতিনিধি : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অন্য কোনো বিভাগকে অন্তর্ভুক্তির উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়। এসময় তাঁরা তিন দফা দাবি উত্থাপন করেন।

আরও পড়ুনঃ  আসিমের কনসার্টে হানিয়া, ফের ভাইরাল ‘হাসিম’ জুটি

তাদের দাবিগুলো হলো— রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে স্বতন্ত্র বিভাগ হিসেবে রাখা, শিক্ষা ক্যাডারে অন্য বিভাগের সাথে অন্তর্ভুক্তি বাতিল, পিএসসি কর্তৃক স্পষ্ট ও লিখিত বিবৃতি প্রদান।

এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা আঁখি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কখনও এ ধরনের কিছু মেনে নিবে না। যতদিন না দাবিগুলো মেনে নিবে ততদিন এ প্রতিবাদ কর্মসূচি অব্যহত থাকবে।

আরও পড়ুনঃ  দিনব্যাপী গণসংযোগ করলেন সংসদ সদস্য পদ প্রার্থী মিজানুর মোল্লা

আরেক শিক্ষার্থী জুয়েল রানা বলেন, আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ একটা স্বতন্ত্র বিভাগ। এখানে বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একীভূতকরণ সম্পূর্ণ অযৌক্তিক। এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।