নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১:১০। ১ আগস্ট, ২০২৫।

বিসিবি থেকে পদত্যাগ করলেন দুর্জয়

সেপ্টেম্বর ৪, ২০২৪ ৬:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লেগেছে সংস্কারের ছোঁয়া। ইতিমধ্যে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এছাড়াও পদ থেকে সরে দাঁড়িয়েছেন কয়েকজন পরিচালক। এবার বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয়।

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মঙ্গলবার রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন সাবেক এই অধিনায়ক।

আরও পড়ুনঃ  ভারতের সেরা ক্রিকেটার বেছে নিলেন শাস্ত্রী

সরকার পতনের পর থেক দৃশ্যপটে নেই বিসিবির বেশ কয়েকজন পরিচালকই। এরই মধ্যে বিসিবি থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। পরিচালক পদ বাতিল করা হয়ছে সাজ্জাদুল আলম ববিকে। এছাড়াও পদ থেকে সরে দাঁড়ান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল।

আরও পড়ুনঃ  ‘অপারেশন সিঁদুর এখনও চলমান, পাকিস্তানের সঙ্গে কিসের খেলা?’

আওয়ামী লীগ সরকারের অধীনে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন দুর্জয়। বিসিবিতে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।