নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৪:২৪। ২০ অক্টোবর, ২০২৫।

বিসিবি পরিচালক হয়ে কোয়াব থেকে পদত্যাগ করলেন পাইলট

অক্টোবর ১৯, ২০২৫ ১০:১২
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। ক্রিকেটারদের নিয়ে কাজ করা এই সংগঠনের নির্বাহী সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন খালেদ মাসুদ পাইলট।

রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কোয়াব।

কোয়াবের পাঠানো বিজ্ঞপ্তিতে পাইলট বলেছেন, ‘কোয়াবের একজন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারাটা সম্মানের ও গর্বের। বিগত সময়ে ভালো কিছু মানুষের সঙ্গে কাজ করার এবং ক্রিকেট-ভ্রাতৃত্বের কল্যাণে অবদান রাখার সুযোগ পেয়েছি। আমি সবসময় এই অভিজ্ঞতাকে কৃতজ্ঞতার সঙ্গে স্বরণ করব।’

সম্প্রতি বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন পাইলট। তাই কোয়াব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। পাইলট বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায়, উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সততা বজায় রাখার জন্য কোয়াব থেকে আমার পদত্যাগ করাটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি।’

পাইলটের পাঠানো পদত্যাগ পত্র আজ গ্রহণ করেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।