নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:২৬। ১৯ নভেম্বর, ২০২৫।

বিসিবির কমিটিতে বড় রদবদল

নভেম্বর ১৮, ২০২৫ ৯:৫৬
Link Copied!

অনলাইন ডেস্ক : গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। এরই মধ্যে নতুন কমিটিতে বড় ধরনের রদবদল আনা হলো। আজ (মঙ্গলবার) বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির দায়িত্ব পুনর্বিন্যাসের এই ঘোষণা দিয়েছে বিসিবি।

নারী ক্রিকেট উইংয়ের নতুন চেয়ারপার্সন হয়েছেন রুবাবা দৌলা। এত দিন দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাক রাজকে সরিয়ে তাকে এই পদে আনা হয়েছে। তবে রাজ পুরোপুরি দায়িত্ব ছাড়ছেন না, নারী উইংয়ে তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যাবেন।

এদিকে রাজকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে হাই-পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান হিসেবে। এই বিভাগে এতদিন দায়িত্ব সামলাচ্ছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ।

খালেদ মাসুদের নতুন দায়িত্বও ঘোষণা করেছে বিসিবি। তিনি এখন থেকে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন। সদ্য শেষ হওয়া বোর্ড নির্বাচনের পর থেকে এই কমিটির দায়িত্বে থাকা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

বিসিবির এই পুনর্বিন্যাসকে চলমান কাঠামো আরও সুসংহত করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বোর্ড জানিয়েছে, নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে বিভিন্ন বিভাগ আরও কার্যকরভাবে পরিচালিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।