নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৩:৫৯। ২৫ মে, ২০২৫।

বুবলীর প্রশংসার পর শাকিবকে ‘নিজের রাজা’ বললেন অপু

মে ২৪, ২০২৫ ৭:২৯
Link Copied!

অনলাইন ডেস্ক : বছর কয়েক ধরে শাকিব দাপটে কেঁপে যাচ্ছে দেশের চলচ্চিত্রাঙ্গন। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেগাস্টারের ‘তুফান’ দেশের পাশাপাশি বিদেশেও সাড়া ফেলে ব্যাপক। এমন সাফল্যের পরই চলতি বছর ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ এর রেশ কাটতে না কাটতেই আসন্ন ছবি ‘তাণ্ডব’ এর টিজারেই কাবু দর্শক। একনাগাড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে থাকা শাকিব খানকে কেন মেগাস্টার বলা হয়, তা নিয়েই এখন আলোচনা ভক্তমহলে।

বাংলা সিনেমায় ২৫ বছর পার করেছেন শাকিব খান। তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন নায়ক। এছাড়াও হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা। ভক্তরা তো বটেই, নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার দুই প্রাক্তন স্ত্রী-ও।

আরও পড়ুনঃ  রোম্যান্স ছেড়ে ভৌতিক পথে অঙ্কুশ-ঐন্দ্রিলা

যদিও শাকিবের প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নন, তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় ও আলোচিত মুখ। তাই তো শাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাটিও কর্পোরেট। শাকিব খানের সাম্প্রতিক এই সম্মাননা নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে যিনি ২৫ বছর ধরে অবদান রেখেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়া অনেক বেশি অভিনন্দন।’

আরও পড়ুনঃ  বিয়ের পর ভাগ্য খুলে গেছে : মেহজাবীন

বুবলীর এই পোস্টের ঘণ্টা পাঁচেক পর শাকিবকে প্রশংসা করে ছবি সম্বলিত একটি পোস্ট দিতে দেখা যায়। ছবিতে দেখা যায়, শাকিবের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। আর সেই ছবির ক্যাপশনে শাকিবকে উদ্দেশ্য করে অপু লেখেন, ‘অভিনন্দন, মাই কিং- শাকিব খান।’

যদিও নেটিজেনরাও অপুর এই মন্তব্য ঘিরে বেশ মজা নিয়েছেন। একজনের মন্তব্য, ‘শাকিব শুধু আপনার একারই রাজা নয়, তিনি বুবলীরও রাজা।’ আরেকজন লিখেছেন, ‘তিনি কি এখনও আপনার রাজা? সিরিয়াসলি?’

প্রসঙ্গত, দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসে গত শুক্রবার। রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল থেকে এদিন তারকাদের পদচারণে জমে ওঠে লালগালিচা। মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  বিয়ের আগেই ‘স্বামীর মৃত্যু’ মুখে আনলেন ঋতাভরী!

এদিকে আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। ইতোমধ্যে প্রকাশ হওয়া ছবিটির টিজারে শাকিবের দলবদ্ধ তাণ্ডবে মুগ্ধ দর্শক। ছবিটির পরিচালনা করেছেন রায়হান রাফী। এখনকার সিনেমায় শাকিবকে দুর্দান্ত অ্যাকশন হিরো রূপে দেখা গেলেও পর্দার বাইরে শাকিব খান তার সাফল্যের অনন্য ছাপ দিচ্ছেন- তা বলার বাকি রাখে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।