নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৪:০১। ২১ নভেম্বর, ২০২৫।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ফেরার পথে বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশী যাত্রী আটক

নভেম্বর ২১, ২০২৫ ৩:৩৩
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ভারত থেকে ফেরার পথে বাংলাদেশী পাসপোর্টধারী শফিউল ইসলাম (৫৫) নামে এক যাত্রীর নিকট থেকে ১০ হাজার ইউএস ডলার, ১লাখ ১০ হাজার সৌদি রিয়ালসহ আটক হয়েছে। যার বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সাড়ে ১০ টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।

আটককৃত শফিউল ঢাকার লালবাগের সিরাজুল ইসলাম এর ছেলে। তাহার পাসপোর্ট নং বি-০০৭৪৫৬৬৩।

বর্ডার গার্ড চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের (আইসিপি) সুবেদার মিজানুর রহমান জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আসলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার কাছে ১০ হাজার আমেরিকান মার্কিন ডলার ১,১০,০০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

আটককৃত শফিউল আলমকে ডলার ও রিয়ালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।