নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। বিকাল ৩:৫৮। ২৮ আগস্ট, ২০২৫।

বেনাপোল কাস্টমসে সিপাহি বরখাস্ত, দু’জনকে শোকজ

আগস্ট ২৭, ২০২৫ ৬:০২
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউসে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এক সিপাহিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দুই সহকারী রাজস্ব কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) কাস্টমস হাউসের কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

কারা অভিযুক্ত

বরখাস্ত হওয়া সিপাহির নাম রায়হান আহমেদ। শোকজপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন—সহকারী রাজস্ব কর্মকর্তা এফএম ফয়সাল ও খায়রুজ্জামান।

আরও পড়ুনঃ  জোতার নামে ওয়েবসাইট খুলে বিপুল অর্থ আত্মসাৎ

কী হয়েছিল

সূত্র জানায়, গত ২১ আগস্ট কাস্টমস-বিজিবি যৌথ এক্সিট পোস্টে দায়িত্ব পালনের সময় সিপাহি রায়হান ইচ্ছাকৃতভাবে একটি গাড়ির নম্বর পরিবর্তন করে লিপিবদ্ধ করেন।

আসল নম্বর ছিল খুলনা মেট্রো-১১-১২৪৪। কিন্তু তিনি তা খুলনা মেট্রো-১১-১২৪২ হিসেবে এন্ট্রি দেন।

তদন্তে বিষয়টি প্রমাণিত হলে তাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। আর দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে শোকজ করা হয়।

আরও পড়ুনঃ  প্রীতির হ্যাটট্রিকে বাঁচল শিরোপা সম্ভাবনা

কাস্টমস কর্তৃপক্ষের অবস্থান

কাস্টমস কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন বলেন, “কেউ যদি দায়িত্বে অবহেলা করেন বা অনিয়মে জড়ান, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ব্যবসায়ীদের প্রতিক্রিয়া

স্থানীয় ব্যবসায়ী মো. বেলায়েত হোসেন বলেন, “আমরা যারা নিয়ম মেনে ব্যবসা করি, তাদের জন্য এ ধরনের অনিয়ম বড় ধরণের বাধা হয়ে দাঁড়ায়। সময়মতো ব্যবস্থা নেওয়ায় ব্যবসায়ীদের আস্থা ফিরেছে। আশা করি ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।”

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৩, অনাহারে মৃত্যু ৮ জনের

বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন শত শত গাড়ি ও পণ্য আমদানি-রপ্তানি হয়। এ কারণে কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীল আচরণ জাতীয় অর্থনীতির স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।