নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১:৫৯। ৩ সেপ্টেম্বর, ২০২৫।

বেনাপোলে অত্যাধুনিক মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার “বাইক ওয়ার্ল্ড” এর উদ্বোধণ

সেপ্টেম্বর ২, ২০২৫ ৬:১৮
Link Copied!

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: বর্তমানে পরিবাহনের বহুলব্যবহিত যানবাহন হচ্ছে “মোটরসাইকেল”। যেখানে এর মাধ্যমে খুব সহজেই কম সময়ে যেকোনো জায়গায় যাতায়াত করা যায়, সাথে পৌঁছে দেওয়া যায় বিভিন্ন পণ্য। এরকম সকল সুবিধার জন্য বর্তমানে পরিবাহনের ক্ষেত্রে “মোটরসাইকেল” এর স্থান প্রথম সারিতে। এছাড়া বর্তমানে কমবেশি সকল তরুণেরই স্বপ্ন নিজের একটি মোটরসাইকেল কেনা।

তবে মোটরসাইকেল কেনার আগে এর সার্ভিসিং সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, সার্ভিসিং এর উপর মোটরসাইকেল এর অনেককিছুই নির্ভর করে। তাই জানতে হবে, মোটরসাইকেল সার্ভিসিং এর সকল প্রয়োজনীয় তথ্য। সার্ভিসিং সম্পর্কে সকল দুঃশ্চিন্তা দুর করতে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের বুকে এই প্রথম চালু হলো অত্যাধুনীক মোটরসাইকেল সার্ভিস সেন্টার “বাইক ওয়ার্ল্ড”।

আরও পড়ুনঃ  ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটি, তবে খোলা থাকবে জরুরি সেবা

মঙ্গলবার (২সেপ্টেম্বর) বিকালে পবিত্র মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে “বাইক ওয়ার্ল্ড” এর শুভউদ্বোধণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–যশোর জেলা ছাত্রদলের সম্পাদক-কামরুজ্জামান বাপ্পি,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

“বাইক ওয়ার্ল্ড” এর স্বত্বাধিকারী মো. মারুফুল ইসলাম বলেন,”আমরা আমাদের মোটরসাইকেল সার্ভিস নিয়ে অনেক বেশি ভাবনায় থাকি। কারণ, আমাদের দেশে ভালো সার্ভিস সেন্টার ও টেকনিশিয়ান খুজে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও সার্ভিসিং এর চার্জ বেশি রাখা হয় অথবা পার্টসের স্বল্পতা দেখা দেয়। বর্তমানে বাংলাদেশে বেশ কিছু সার্ভিস সেন্টার রয়েছে যারা মানসম্মত সার্ভিস দিয়ে থাকে।

আরও পড়ুনঃ  ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এই সকল সার্ভিস সেন্টারের মধ্যে অন্যতম জনপ্রিয় সার্ভিস সেন্টার হচ্ছে “বাইক ওয়ার্ল্ড” সার্ভিস সেন্টার। অথোরাইজড সার্ভিস সেন্টার ছাড়া বাইরে থেকে সার্ভিসিং করানোর সময় আমাদের সবচেয়ে যেই বিষয়টি ভাবায় সেটি হচ্ছে বিশ্বস্ততা। কারণ মোটরসাইকেল আমাদের অনেক প্রিয় বস্তু তাই সঠিক ভাবে সার্ভিস নিয়ে আমাদের চিন্তা থাকে। ঠিক এখানেই “বাইক ওয়ার্ল্ড” অনেক বেশি বিশ্বস্ত। আপনি নিঃসন্দেহে আপনার বাইকটি এখান থেকে সার্ভিস করিয়ে নিতে পারবেন”।

আরও পড়ুনঃ  নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি

“মানসম্মত মোটর সাইকেল সার্ভিসিং এর ক্ষেত্রে বেনাপোলের বুকে এই প্রথম সুদক্ষ কারিগর দ্বারা আমরাই চালু করেছি অত্যাধুনিক “বাইক ওয়ার্ল্ড” মোটর সাইকেল সার্ভিস সেন্টার। এছাড়াও সকল প্রকার মটর সাইকেলের অরজিনাল পার্টস ও লুব্রিকেন্টস পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করা হয়।

অপরদিকে, আমাদের অন্য একটি বিষয় ভাবতে হয় যেটি গুরুত্বপূর্ন সেটি হচ্ছে খুচরা যন্ত্রাংশ(স্পেয়ার্স পার্টস)। তো, আপনার প্রিয় বাইকটির সার্ভিসের সময় যদি কোন পার্টসের দরকার হয় “বাইক ওয়ার্ল্ড” এ আপনি সকল প্রকার পার্টস পেয়ে যাবেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।