নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:৩৭। ১২ নভেম্বর, ২০২৫।

বেশি দামে স্যালাইন বিক্রি করায় দুই ফার্মেসিকে জরিমানা

সেপ্টেম্বর ৭, ২০২৩ ৫:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ওষুধের ফার্মেসিতে মূল্য তালিকা না রাখা এবং বেশি দামে স্যালাইন বিক্রি করার অপরাধে দুটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় নগরীর লক্ষ্মীপুর মোড়ে এ অভিযান চালায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করার অপরাধে আলিফ লাম মিম ও আরোগ্য নিকেতন ফার্মেসিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা হয়েছে। জরিমানার টাকা প্রতিষ্ঠান দুটি থেকে তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি আশ^াস দিয়েছে এখন থেকে সব ফার্মেসিতে মূল্য তালিকা থাকবে। তাই অভিযান স্থগিত করা হয়েছে। তবে মূল্য তালিকা না থাকলে এবং বেশি দামে ওষুধ বিক্রি করলে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।