নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:৩৮। ২ জুলাই, ২০২৫।

ভবিষ্যতে ম্যাচ রেফারি হওয়ার ইচ্ছা বাশারের

জুন ৯, ২০২৫ ৪:৫৭
Link Copied!

অনলাইন ডেস্ক : চলতি মাসেই বিসিবির তত্বাবধায়নে অনুষ্ঠিত হবে ভবিষ্যত ম্যাচ রেফারিদের নিয়ে একটি কর্মশালা। যেখানে ম্যাচ রেফারি হওয়ার জন্য আবেদন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এছাড়া সেই কর্মশালাতে অংশ নিতে আবেদন করেছেন সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাকও।

বাশার জানান ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনি এখানে আবেদন করেছেন। তিনি বলছিলেন, ‘ম্যাচ রেফারির কোর্সের জন্য নাম দিয়েছি। ভবিষ্যতে ম্যাচ রেফারি হতে পারি। এই কোর্স ঈদের পর শুরু হবে। আমি দিয়েছি, রাজ্জাক দিয়েছে। বাকিরা হয়তো অনেকেই দিয়েছে।’

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যে অগ্নিনির্বাপকদের ওপর অতর্কিত হামলায় নিহত ২

বাশার এখন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অপারেশনের দায়িত্বে আছেন। এর আগে তিনি নির্বাচক হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে, রাজ্জাক এখনও জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য। এবার দুজনই ক্রিকেটের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  বিশেষ অনুদান পাচ্ছে ৭,১০০ শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান

বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীদের ২ জুনের মধ্যে সিভি ও আবেদনপত্র পাঠাতে বলা হয়েছিল। জানা গেছে বেশ কিছু সিভি জমা পড়েছে। বাশার ও রাজ্জাক শুরুর দিকেই আবেদন জমা দিয়েছেন এবং শিগগিরই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।