জহিরুল ইসলাম : পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বপালনে উৎসাহ দিতে ফরিদপুর জেলার ভাংগা সার্কেল অফিস ও ভাংগা থানা পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
আজ বুধবার ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ফরিদপুর জেলার ভাংগা থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এরপর ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় ভাংগা থানা, ফরিদপুরের আয়োজনে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ডিআইজি পেশাদারিত্বের সাথে সকল পর্যায়ের পুলিশ সদস্যগণকে দায়িত্ব পালনের নির্দেশনাসহ জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।