ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গা উপজেলা বিএনপির ২৫ সদস্যের আংশিক কমিটি শনিবার (৩০ আগস্ট) ঘোষণা করা হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে খন্দকার ইকবাল হোসেন সেলিমকে পুনরায় সভাপতি ও মো. আইয়ুব মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একইসঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে একজনকে সিনিয়র সহ-সভাপতি, আটজনকে সহ-সভাপতি, একজনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজনকে যুগ্ম সাধারণ সম্পাদক, তিনজনকে সাংগঠনিক সম্পাদক, একজনকে সহ-সাংগঠনিক সম্পাদক, একজনকে প্রচার সম্পাদক, একজনকে দপ্তর সম্পাদক, একজনকে ক্রীড়া সম্পাদক এবং তিনজনকে সদস্য করা হয়েছে।
নতুন কমিটিতে আগের কমিটির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম পুনরায় সভাপতি হয়েছেন। আগের সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান এখন সিনিয়র সহ-সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব মোল্লা নতুন সাধারণ সম্পাদক হয়েছেন। এছাড়া জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শাহরিয়া ইসলাম শায়লা সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মঞ্জুর হাসান খান নতুন কমিটির একজন সদস্য হয়েছেন।
কমিটিতে আরও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার মোস্তফা কামাল হাসান, অ্যাডভোকেট রুহুল আমিন, মো. বিল্লাল কাজী, মো. ওবায়দুল আলম সম্রাট, মো. অহিদ চৌধুরী, মিজানুর মুন্সী ও কামরুজ্জামান ছোট্টু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. ফজলে সোবাহান শামীম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মো. আবু সাইদ, মো. আলমগীর কবিরাজ ও মো. সোহেল মুন্সী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম ও এন তৈমুর লঙ, শহিদুল ইসলাম বিটু মুন্সী ও মাসুদ রানা আজিম। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মাহমুদুর রহমান তুরান।
এছাড়া প্রচার সম্পাদক হয়েছেন মো. মির্জা ইমরান, দপ্তর সম্পাদক স্মরন আহমেদ এবং ক্রীড়া সম্পাদক মো. মুঞ্জুর আহ্ম্মেদ কুদ্দুস। সদস্য পদে রয়েছেন মো. মঞ্জুর হাসান খান, মো. মিনহাজউদ্দিন মিয়া ও মো. গোলাম কাদের।
কমিটি ঘোষণার বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, যাচাই-বাছাই করে যোগ্যদের এ কমিটিতে স্থান দেওয়া হয়েছে।