নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৮:৫৬। ৮ মে, ২০২৫।

ভাঙ্গায় আতশবাজি কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

মার্চ ২৯, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ফরিদপুর : আতশবাজি কেনার টাকা না পেয়ে ঘাস মারাই করার ওষুধ পান করে আত্মহত্যা করেছে অপু নামের এক কিশোর। শনিবার(২৯ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপু শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের জানপুর গ্রামের মনির শেখের ছেলে৷ পরিবারের এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছেলেকে হারিয়ে মনির শেখ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আতশবাজি কেনার বায়না ধরে ছিল অপু। কিন্তু বাবা-মা আতশবাজি কেনার টাকা দিতে অস্বীকৃতি করলে অভিমান করে গত বুধবার ঘাস মারার বিষ পান করে। ঘটনাটি বাড়ির কাউকে না জানিয়ে অপু ফোনে ঘাস মারা ঔষধ খেয়েছে বলে তার মামাকে জানায়।
এখবর জানার পর পরিবারের সদস্যরা দুদিন আগে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার শারিরীক অবস্থা শনিবার সকালে ফের অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, বিষপানে কিশোরের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।