নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। দুপুর ১২:০৩। ১৫ মে, ২০২৫।

ভারতে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

আগস্ট ১৯, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ ভারতের রাজস্থান প্রদেশের বনে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছেন একদল জনতা। বৃহস্পতিবার রাজস্থানের রামপুর এলাকার নারোল গ্রামের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দু বলছে, গত বৃহস্পতিবার নারোল গ্রামের কাছে ২৭ বছর বয়সী ওয়াসিম ও তার বন্ধুরা পিক-আপ জিপ নিয়ে গিয়েছিলেন। পরে সেখানে একদল জনতা তাদের ওপর অতর্কিত আক্রমণ করেন।

আরও পড়ুনঃ  গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৯

‘ওই সময় লোকজনের হাতে ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড ছিল। হামলায় গুরুতর আহত হন ওয়াসিম। পরে তাকে উদ্ধার করে কোটপুলির বি. ডি. এম. সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে বনবিভাগের কর্মকর্তারাও ছিলেন। এই ঘটনায় শুক্রবার রাজস্থানের হারোসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ওয়াসিমের বাবা তৈয়ব খান থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রী কে এই অনিতা আনন্দ

পরে পুলিশ অভিযান চালিয়ে বন বিভাগের চার কর্মকর্তাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওয়াসিমের বাবা তৈয়ব খান বলেছেন, ওই দিন তার ছেলে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে গাছ কিনেছিল। ঘটনার দিন রাতে পিক-আপ জিপে করে সেগুলো আনার জন্য নারোলে যায় তারা।

আরও পড়ুনঃ  নিজেদের ৩২টি বেসামরিক বিমানবন্দর বন্ধ করল ভারত

কিন্তু গ্রামবাসীরা পথ আটকে ওয়াসিম ও তার বন্ধুদের গাড়ি থেকে নামতে বাধ্য করে। এ সময় কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে বনবিভাগের অপর একটি পিক-আপ জিপ পৌঁছায়।

হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় পুলিশ বনবিভাগের কর্মকর্তাদের গাড়িটি জব্দ করেছে। নীমরানার অতিরিক্ত পুলিশ সুপার জাগরাম মীনা বলেছেন, তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। অন্যান্য অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।