নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১২:০৮। ২১ জুলাই, ২০২৫।

ভারতের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে সভা বয়কট করছে আফগানিস্তান-শ্রীলঙ্কা!

জুলাই ১৯, ২০২৫ ৭:১৭
Link Copied!

অনলাইন ডেস্ক : পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এসিসির এই সভা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনে সাড়া দেননি এসিসি সভাপতি মহসিন নাকভি। এ কারণে এসিসির এজিএম বয়কটের হুমকি দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুনঃ  ‘পার্বত্য চট্টগ্রামের জনগণের শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো পরিবীক্ষণ কমিটির এ সভা’-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একই কারণে ভারতের সঙ্গে এই সভা বয়কট করতে চায় আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ড। তবে এসব বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, এজিএমে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব দলকেই সেখানে মত দিতে হবে। অর্থাৎ এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে ভারত-শ্রীলঙ্কার মতো দেশের প্রতিনিধি থাকতেই হবে। তাই এসব দেশ এই এজিএম বয়কট করলে সভার ভবিষ্যত ও কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে।

আরও পড়ুনঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

বৈঠকের আর সপ্তাহ খানেকেরও কম সময় বাকি থাকলেও এসিসি এখনো স্থান পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

এদিকে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, চলতি বছরের এশিয়া কাপের আয়োজন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি। এরই মাঝে অনানুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ এই প্রতিযোগিতা সেপ্টেম্বরে হতে পারে বলে শোনা যাচ্ছে। যা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এসিসির বার্ষিক সভায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।