নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। বিকাল ৩:০৯। ১ আগস্ট, ২০২৫।

ভারতের সেরা ক্রিকেটার বেছে নিলেন শাস্ত্রী

জুলাই ৩০, ২০২৫ ১০:৩৮
Link Copied!

অনলাইন ডেস্ক : টিম ডিরেক্টর এবং কোচ হিসেবে বেশ কয়েক বছর ভারত জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন রবি শাস্ত্রী। ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেন তিনি। ফলে নিয়মিতই খোঁজ-খবর রাখেন। এক সময় নিজেও ক্রিকেট খেলেছেন। সবমিলিয়ে ভারতের ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। শাস্ত্রীর মতে, গত এক দশকে ভারতের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বিরাট কোহলি।

আরও পড়ুনঃ  ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার নয়, অধিকার’: জাতিসংঘ মহাসচিব

সম্প্রতি ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে হাজির হয়েছিলেন শাস্ত্রী। সেখানেই আধুনিক যুগের সেরা ক্রিকেটার বেছে নিতে বলা হয় তাকে। এই প্রশ্নের উত্তর দিতে খুব একটা ভাবতে হয়নি শাস্ত্রীকে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে একটা তরুণ দল ইংল্যান্ডে খেলছে। তবে সেরা ক্রিকেটার বা গত এক দশকের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বেছে নিতে বললে আমি বিরাট কোহলির নামই বলবো।’

আরও পড়ুনঃ  রাজশাহীর পুঠিয়ায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত

এরপর প্রশ্নোত্তর পর্বে শাস্ত্রীকে বেছে নিতে বলা হয়েছিল এমন এক বোলারকে, যার বিপক্ষে তিনি খেলতে চাইবেন না। এ ক্ষেত্রে সময় না নিয়ে জাসপ্রীত বুমরাহকে বেছে নেন।

কোহলিকে নিয়ে শাস্ত্রী বলেন, ‘আমি বিরাটের একটা উদাহরণ দেব। গিল যা, তার ঠিক উল্টো ছিল কোহলি। অতি আগ্রাসী ছিল। সব সময় মনে হত, প্রতিটা সেশনে অন্তত পাঁচটা করে উইকেট চাচ্ছে কোহলি। সেটা তো হয় না। কখনও কখনও পরিস্থিতি অনুযায়ী ফিল্ডিং সাজাতে হয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।