অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট আয়োজনের প্রস্তাবের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলাকালে সাংবাদিকদের প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি প্রধান উপদেষ্টার ভাষণ শুনিনি। আমি তখন মিটিংয়ে ছিলাম। উনি কী বলেছেন, কীভাবে বলেছেন—এসব বিস্তারিত না জেনে এখন কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা যদি বিষয়টি ফরমালি জানতে পারি, তাহলে কমিশনে আলোচনা করব। তারপর বিষয়টি পর্যালোচনা করে মতামত দেওয়া যাবে। এখনই কোনো মন্তব্য দেওয়া যথার্থ হবে না।”
সাংবাদিকরা জানতে চান, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে কি না—এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এ মুহূর্তে কিছু বলব না। প্রস্তাবের বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করা উচিত নয়।’
এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।-ইত্তেফাক

