নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ১২:৫৮। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৯:৫১
Link Copied!

অনলাইন ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও ভোলা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের গাড়িতে ডিম নিক্ষেপ করে গতিরোধের পর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় ইব্রাহিম খলিলসহ তার সঙ্গে থাকা আরও চারজন আহত হয়েছেন। তারা ভোলা সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।

আরও পড়ুনঃ  গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

এর আগে, দুপুরের দিকে বোরহানউদ্দিন উপজেলা শহরের কেন্দ্রীয় মন্দিরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল অভিযোগ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ভোলা-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং বিষয়টি ইতোমধ্যে ঘোষণা দিয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দৌলতখান-বোরহানউদ্দিনের বিভিন্ন মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান করেছি। আজ দুপুরে বোরহানউদ্দিন উপজেলা শহরের কেন্দ্রীয় পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য গেলে মণ্ডপের সামনে বোরহানউদ্দিন পৌরসভা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটনের নেতৃত্বে বিএনপি ও ছাত্রদলের প্রায় ৩০ জনের একটি গ্রুপ প্রথমে আমার গাড়িতে হামলা চালায়। একপর্যায়ে আমি গাড়ি থেকে নামলে আমার ও সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায় তারা। হামলাকারীরা ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের অনুসারী। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্বনেতারা

তবে এ হামলার অভিযোগ অস্বীকার করেন বোরহানউদ্দিন পৌরসভা বিএনপির সহসভাপতি সাইদুর রহমান লিটন। তিনি বলেন, এ ঘটনায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের কেউ জড়িত নয়। অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত। ইব্রাহিম খলিল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি ও ছাত্রদলের নামে অপপ্রচার চালাচ্ছেন।

আরও পড়ুনঃ  গাজায় একদিনে নিহত ৬০, মোট প্রাণহানি প্রায় ৬৫ হাজার ৫০০

এদিকে বোরহানউদ্দিন থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।