নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৬:২০। ২১ আগস্ট, ২০২৫।

ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা যথাযোগ্য মর্যাদা পালিত

আগস্ট ২০, ২০২৫ ১১:৫৮
Link Copied!

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুপ্রক কর্তৃক আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্যদিয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশীদ।

আরও পড়ুনঃ  একাদশ শ্রেণিতে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুপ্রক’র সহসভাপতি প্রফেসর মোঃ তাহাজ্জাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইখতিয়ার উদ্দিন, দুপ্রক সদস্য প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, আরেফা খাতুন, শাহনাজ খাতুন ও সিনিয়র সাংবাদিক ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ)।

আরও পড়ুনঃ  কলকাতার প্রেক্ষাগৃহে শুভশ্রীর পূজায় মাতল দর্শক

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজনেরা ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এ স্লোগানকে কেন্দ্র করে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানশেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

দুর্নীতি দমন কমিশনের অংগসংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান সাহেবকে একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্ট প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ সকল সদস্যগণ।

আরও পড়ুনঃ  বিল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করলো র‌্যাব

ছবিক্যাপশনঃ ভোলাহাটে দুপ্রক আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত প্রধান ও বিশেষ অতিথি এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের একাংশ। পাশে-বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়ার দৃশ্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।