অনলাইন ডেস্ক : রাজধানীর মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে আগুন কীভাবে লেগেছে বা কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, ‘মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার সংবাদ শুনেছি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। এখনো বিস্তারিত কোনো তথ্য জানি না। তিনি আরও বলেন, আগুন কীভাবে লেগেছে সে সম্পর্কেও আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা শুধু শুনেছি একটি বাসে আগুন লেগেছে।’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

