নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৪:৩৫। ৫ নভেম্বর, ২০২৫।

মনোনয়নপত্র তুললেন কাউন্সিলর আনার

মে ৮, ২০২৩ ১১:৪৪
Link Copied!

স্টাফ রিপোর্টার: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে পুণরায় প্রতিদন্দিতা করার জন্য বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন আনার সোমবার বেলা ১২টার দিকে রাজশাহী নির্বাচন কার্যালয় হতে মনোনয়ন ফরম উত্তোলন করেন। কাউন্সিলর প্রার্থী না আসলেও তাঁর সমর্থক ও কর্মীরা এসে এই মনোনয়ন ফরম উত্তোলন করে নিয়ে যান। মনোনয়ন ফরম উত্তোলন উপলক্ষে সকাল ১০টার দিকে কাউন্সিলর আনার ধর্মীয় নেতৃবৃন্দ, ওলামায়ে একরাম, বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমসহ এলাকাবাসী, কর্মীসমর্থক ও ভোটারদের নিয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিল করেন।

সভায় সভাপতিত্ব করেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার। উপস্থিত ছিলেন তেরখাদিয়া পশ্চিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইমরান আজিজ, কলেজপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনিসুর রহমান, নূর মসজিদের পেশ ইমাম মাওলানা আবজাল হোসেন হামিদী, এ্যারাবিয়ান মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শফিকুল ইসলাম, তেরখাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক লিয়াকত কুমকুম ও হেতম খাঁ বড় মসজিদের পেশ ইমাম মাওলানা ইয়াকুব আলী।

এছাড়াও ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেৃৃতৃবৃন্দ, মহল্লা কমিটি ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী সদস্যসহ অত্র ওয়ার্ডের হাজার হাজার নারী পুরুষ আলোচনা ও দোয়ায় অংশগ্রহন করেন। দোয়া শেষে উপস্থিত সকলেই মিলেই অত্র ওয়ার্ডে নির্বাচনী র‌্যালি করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।