নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ১০:৩৫। ৫ আগস্ট, ২০২৫।

মন্ত্রীদের কারখানা থাকায় শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত: শ্রম উপদেষ্টা

আগস্ট ৩, ২০২৫ ৭:৫৩
Link Copied!

নাটোর প্রতিনিধি : অতীতে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অনেকের ব্যক্তি স্বার্থ থাকায় শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়নি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রবিবার দুপুরে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যারা আগে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাদের কেউ কেউ ব্যক্তিগতভাবে শিল্প কারখানার মালিক ছিলেন। ফলে তারা শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে পারেননি। নিজেদের কারখানার লাভের দিকটাই তারা আগে দেখেছেন।’

আরও পড়ুনঃ  বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল কারখানায় ছয় মাসে দুই হাজার কর্মসংস্থান

ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, ‘অনেক শিল্প মালিক শ্রমিকদের কল্যাণে না ভেবে নিজেদের স্বার্থেই কাজ করেছেন। অথচ শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত না হলে শিল্পায়নের স্বপ্ন বাস্তবায়ন হবে না। এসব কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ওপর চাপ সৃষ্টি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা—সবখান থেকেই নানা দিক থেকে চাপ আসছে।’

সরকার শ্রম আইনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘গত আট মাসে আমরা দুবার আইএলও সম্মেলনে অংশ নিয়েছি। রপ্তানিমুখী শিল্পে বৈচিত্র্য আনতে না পারার কারণে এখনো আমাদের পুরো রপ্তানি নির্ভর করে আছে গার্মেন্টস শিল্পের ওপর। সম্ভাবনাময় খাত যেমন জাহাজ নির্মাণ শিল্পে আমরা এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারিনি।’

আরও পড়ুনঃ  ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘শ্রমিক ইউনিয়নের নেতাদেরও দায়িত্বশীল হতে হবে। অহেতুক উত্তেজনা ছড়িয়ে কোনো কারখানার ক্ষতি করা যাবে না। একটি কারখানা বন্ধ হয়ে গেলে কর্মীদের পরিবার-পরিজনের জীবন সংকটে পড়ে।’

সভা শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নাটোর জেলার ২৪ জন শ্রমিক ও তাঁদের পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ

এ সময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।