নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ১১:৫৮। ১৫ মে, ২০২৫।

মরুভূমিতে মিলল ২৭ অভিবাসীর লাশ

আগস্ট ১০, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেক্সঃ তিউনিসিয়া
তিউনিসিয়ার সীমান্তের পাশে মরুভূমিতে ২৭ জনের লাশ খুঁজে পাওয়া গেছে। মৃত ওই ২৭ জন অভিবাসিকেই তিউনিসিয়া থেকে বের করে দেওয়া হয়েছিল।

লিবিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেকেই সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক। বুধবার লিবিয়ার শহর মিসরাতা থেকে আল জাজিরার মালিক ট্রেইনা বলেছেন, লিবিয়ার সীমান্তরক্ষীরা ‘মরুভূমিতে উত্তর ক্রসিংয়ের দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চলে এসব মৃতদেহ খুঁজে পেয়েছে’।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ট্রেইনা বলেন, এখানে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বিরাজ করছে এবং এর কারণে এখানে অত্যন্ত গরম পড়ছে। উদ্বাস্তু এবং অভিবাসীরা বলেছেন, তারা পানি, খাবার বা আশ্রয় ছাড়াই কয়েক দিন ধরে হাঁটতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুনঃ  চুক্তিতে আগ্রহী হলেও ইরানের ওপর নিষেধাজ্ঞার কঠোর বাস্তবায়ন চান ট্রাম্প

লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনী এবং মানবাধিকার গোষ্ঠীগুলো অত্যন্ত গরমের মধ্যে প্রতিকূল পরিবেশে শরণার্থী এবং অভিবাসীদের ঠেলে দেওয়ার দায়ে তিউনিসিয়াকে অভিযুক্ত করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।