নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:৩০। ৩১ আগস্ট, ২০২৫।

দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই : আজিজুর রহমান

আগস্ট ৩০, ২০২৫ ৮:৩০
Link Copied!

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা বেনাপোল গন সমাবেশ বক্তব্য রাখেন হযরত মাওলানা মো, আজিজুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ৮৫ যশোর -১ (শার্শা)।

শনিবার (৩০আগস্ট)বিকাল ৪ টার সময় বেনাপোল হাই স্কুল মাঠে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি বলেন, বিগত দেড়দশক ধরে স্বৈরশাসক হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছে। শেখ হাসিনার নীতি ছিল আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো। এই একদলীয় স্বৈরশাসন নীতির কাছ থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চাই না, এই দেশ থেকে চাঁদাবজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সিলিং ফ্যান খুলে দুই শিক্ষিকা আহত

তিনি বলেন, আমাদের ব্যাক্তি জীবন, সামাজিক জীবনসহ রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরাআন সুন্নাহর বিধান চালু করতে পারি তাহলেই মানুষের মুক্তি, তাহলেই দেশে ও মানুষের ব্যাক্তি জীবন শান্তি, শৃংখলা ও সমৃদ্ধি হবে। জামায়তে ইসলামী সেই প্রচেষ্টায় করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সামনে নির্বাচন, আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি অধিকার আদায়ের লড়াইটাও চলবে। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝলেও কেনাে কোনো দল বুঝতে চাইছে না। এর মানে হলো কেউ পুর্বের নীতিও চালু রাখতে চাই। আমরা বিশ্বাস করি জনগণ সেই সকল নীতি আদর্শকে প্রত্যাখান করবে না।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া

তিনি বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই ধরনের নেতৃত্ব সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে।

সভাপতিত্বে করেন হযরত মাওলানা মো, রিয়াছাত আলী সভাপতি জামায়াতে ইসলামীর বেনাপোল পৌর শাখা। যৌথ সঞ্চালনায় করেন মোঃ আবু তালা ও মো, নুরুল হক।

আরও পড়ুনঃ  কালো-সোনালি সাজে আবেদনময়ী লুকে জয়া

বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলাম যশোর জেলা,অধ্যাপক গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি যশোর জেলা, হযরত ,মাওলানা রিজাউল ইসলাম থানা আমির বেনাপোল পোর্ট থানা, হযরত মাওলানা ইউসুফ আলী থানা সেক্রেটারী বেনাপোল পোর্ট থানা শাখা।

সভাপতিত্বে করেন হযরত মাওলানা মো, রিয়াছাত আলী সভাপতি জামায়াতে ইসলামীর বেনাপোল পৌর শাখা।

যৌথ সঞ্চালনায় করেন মোঃ আবু তালা ও মো, নুরুল হক। বেনাপোল পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।