নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ২:০৮। ৩ নভেম্বর, ২০২৫।

মাত্র ১০ টাকায় ঈদবাজার!

এপ্রিল ১৬, ২০২৩ ১১:৩৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাত্র ১০ টাকায় প্রয়োজনীয় ঈদবাজার করতে পেরেছেন অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও এতিমখানার শিশুসহ ভাসমান ব্যক্তিরা। রোববার দিনভর রাজশাহী মহানগরীর একটি কনভেনশন সেন্টারে এই ঈদবাজারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আয়োজনের নাম দেওয়া হয় ‘ঈদ-ক্লথিং অ্যান্ড ঈদ-বাজার’। সকালে আরএমপির পুলিশ কমিশনার আনিসুর রহমান এর উদ্বোধন করেন। এই বাজার থেকে নিম্ন আয়ের লোকেরা নতুন শাড়ি-লুঙ্গি, শার্ট-প্যান্ট ও জুতাসহ মাছ, মুরগি, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনেন। সবকিছুই পাওয়া যায় মাত্র ১০ টাকায়। নামমাত্র মূল্যে এসব পাওয়ায় খুশি ক্রেতারা।

অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ফারুক হোসেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মীর মো. সাফিন মাহ্‌মুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।