নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:২৭। ২৭ অক্টোবর, ২০২৫।

মাদক ব্যবসা, চুরি-ছিনতাই বন্ধে চারঘাটে এলাকাবাসীর মানববন্ধন

অক্টোবর ২৬, ২০২৫ ১০:১৮
Link Copied!

পিন্টু আলী, চারঘাট প্রতিনিধি : “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগান সামনে রেখে রাজশাহী চারঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চারঘাট ও গোপালপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বাবুপাড়া ইয়াজদানির মোড়ে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করা হয়। স্থানীয় শতশত মানুষ এই মানববন্ধনে দাঁড়িয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উক্ত মানববন্ধনে নেতৃত্ব দেন, চারঘাট পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি চাঁন মিয়া, সাবেক কাউন্সিলর আজাদ ইসলাম, চারঘাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি প্রবীর কুমার তরফদার।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গোপালপুর-বাবুপাড়া গ্রামের রাজীব নামের স্থানীয় বাসিন্দা ও তার স্ত্রী ভুনি বেগম এবং দুই সহযোগী সাব্বির ও কাদের দীর্ঘদিন যাবত প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছে। নিজ বাড়িতে প্রকাশ্যে মাদক বিক্রি করছে। মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে স্থানীয় বখাটেরা চুরি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এ অবস্থায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে এলাকায় বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।