স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামীর প্রতি মানুষের আস্থা আছে। সৎ নেতৃত্বের কারণে আগামীতে মানুষ জামায়াতকেই ভোট দেবে। ঢাকসু ও জাকসুর নির্বাচনে নিরঙ্কুস বিজয়ে তা প্রমাণ হয়েছে।’
শনিবার দুপুরে সিরতুননবী (সা.) উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে ‘বিশ্ব নবীর জীবন ও কর্মনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর গোদাগাড়ী পৌর ওলামা বিভাগ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে।
অধ্যাপক মুজিবুর রহমান, ‘আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার ছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর রাষ্ট্র পরিচালনার নীতি-আদর্শই আমাদের পাথেয়। আমাদের সেই নীতিই অনুসরণ করতে হবে।’
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী মহানগরের মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ। গোদাগাড়ী পৌর ওলামা বিভাগের সভাপতি শায়খ আবু মুহাম্মদ বজলুর রহমান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন মাওলানা ওবায়দুল্লাহ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, রাজশাহী আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী পৌর আমীর আনারুল ইসলাম, জেলার সহকারী সেক্রেটারি মো. কামরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর নোমায়ন মাস্টার প্রমুখ।