নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১:৫৯। ১৪ মে, ২০২৫।

মিয়ানমারের সীমান্তরক্ষীদের আগের মতোই ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ১২, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিয়ানমার থেকে আবারও যে সীমান্তরক্ষীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আগের মতোই তাদের ফেরত পাঠানো হবে। এ লক্ষ্যে কাজ করছে সরকার।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এদিন দুপুর পর্যন্ত নতুন করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ১৭৭ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। এছাড়া কয়েকজন বেসামরিক নাগরিক প্রবেশের চেষ্টা করেছিল, তাদের ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

এসব ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‌‘মিয়ানমার থেকে আগেও তাদের সীমান্তরক্ষী ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য আশ্রয় নিয়েছিল। মিয়ানমার সরকারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে ফেরত পাঠিয়েছি। এবারও তাই করা হচ্ছে।’

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। প্রয়োজনে রাষ্ট্রদূতকে ডাকা হবে। তবে এখনও ডাকা হয়নি।’

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজের প্রশংসা প্রধান উপদেষ্টার

এর আগে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মুহাম্মদ হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কল্যাণ ও কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে। তাছাড়া বাংলাদেশে বিনিয়োগে ৮ম সর্বোচ্চ দেশ মালয়েশিয়া থেকে আরও বিনিয়োগ, আসিয়ান দেশগুলোর ডায়ালগ পার্টনারশিপের জন্য বাংলাদেশের আবেদনসহ দ্বিপাক্ষিক বিষয়াদিও বৈঠকে স্থান পেয়েছে।’

আরও পড়ুনঃ  মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

সরকারের কঠোর অবস্থানের পরও বাজারে জিনিসপত্রের দাম বেশি রাখা হচ্ছে—এ ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছে—এটাই আমাদের শক্তি। পাশাপাশি সরকার সামগ্রিক বাজার ব্যবস্থাপনার একটি পরিকল্পনা করছে, যাতে ব্যবসায়ীরা যা ইচ্ছা, তাই করতে না পারে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।