নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৮:৫৯। ১ জুলাই, ২০২৫।

মীরসরাইয়ে গভীর রাতে কলোনিতে আগুন, প্রাণ গেল যুবকের

জুন ৮, ২০২৫ ৩:১৭
Link Copied!

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভায় গভীর রাতে কলোনিতে অগ্নিকাণ্ডে জয়নাল আবেদীন (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জুন) দিবাগত রাত তিনটার দিকে বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  দিনের শুরুতেই তাইজুল-রানার ৩ শিকার

জয়নাল আবেদীন খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সিরাজুল হকের মালিকানাধীন দোকান ও কলোনিতে। আগুনের ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে জয়নাল আবেদীন অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন এইচএসসি পরীক্ষার্থীরা

বারৈয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে একজনের মৃত্যু হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।