নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৪:৩৬। ২৩ অক্টোবর, ২০২৫।

মেয়েকে সামনে আনলেন দীপিকা, কার মতো হয়েছে দেখতে?

অক্টোবর ২২, ২০২৫ ১০:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : অবশেষে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির দিনে একসঙ্গে তোলা পারিবারিক ছবিতে দীপিকা, রণবীর ও তাদের মেয়ে দুয়াকে দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে।

ছবিগুলোতে মা-মেয়ে দুজনেই পরেছেন লাল রঙের চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকার মতোই রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া। অন্যদিকে রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। এক ফ্রেমে তিনজনের উষ্ণ মুহূর্ত ধরা পড়েছে; কখনও দুয়া হাসছে, কখনও বাবা-মায়ের কোলে খেলছে। ছবিগুলোর সঙ্গে দম্পতি লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।”

অনেক দিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন দীপিকা-রণবীরের কন্যাকে দেখার জন্য। কেউ বলছেন দুয়া একেবারে দীপিকার মতো, আবার কারও মতে রণবীরের ছাপ স্পষ্ট কন্যার মুখে। পাঁচটি ছবির শেষটিতে দেখা যায়, দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন।

উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা। সেই বছরের দীপাবলিতেই মেয়ের পায়ের ছবি দিয়ে নাম প্রকাশ করেছিলেন তিনি। চলতি বছরও সেই ধারাবাহিকতা রক্ষা করে দীপাবলির দিনেই মেয়ের মুখ প্রকাশ করলেন তারকা দম্পতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।