নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১০:২৫। ১২ অক্টোবর, ২০২৫।

মেসিদের ভারত সফর নিয়ে শঙ্কা

অক্টোবর ১২, ২০২৫ ৬:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী ডিসেম্বরে ভারত সফরে আসবেন লিওনেল মেসি এটা তিনি নিজেই নিশ্চিত করেছেন। মেসির এই ব্যক্তিগত সফরের আগেই অবশ্য পুরো আর্জেন্টিনা দলের ভারত সফর করার কথা রয়েছে। মূলত প্রীতি ম্যাচ খেলতেই ভারতে আসার কথা তাদের। তবে সেই সফর নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোলে ঘুস লেনদেনের অভিযোগ, কাস্টমস কর্মকর্তা ও সহযোগীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ফিফা প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা এখন যুক্তরাষ্ট্রে। সেখানে ইতোমধ্যেই ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছে তারা। অপর ম্যাচটি আগামী বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।

অবশ্য এই সফর শেষেও খুব একটা বিশ্রামের সুযোগ নেই মেসিদের। নভেম্বরে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। প্রথম ম্যাচটি হবে অ্যাঙ্গোলার বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ভারতে। তবে টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, ভারতের ম্যাচটির ভেন্যু পরিবর্তন হতে পারে।

আরও পড়ুনঃ  অসুস্থতার খবর জানিয়ে অপারেশন থিয়েটারে অভিনেত্রী, দিলেন সুখবর

ভারত সফরে না আসলে সেই ম্যাচটিও হতে পারে আফ্রিকায়। তখন মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা।

সর্বশেষ ২০১১ সালে ভারতের মাটিতে খেলেছিল আর্জেন্টিনা। এরপর দীর্ঘ এক যুগের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছিলো এবার। তবে সেটিও এখন অনিশ্চিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।