নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:০৮। ১২ অক্টোবর, ২০২৫।

মৈত্রী শিল্পকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

অক্টোবর ৭, ২০২৫ ৭:৫৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তী সরকার আল্লাহর তরফ থেকে নাযিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই যে আমরা যাদু দিয়ে সব কিছু করে ফেলব। তিনি বলেন, দেখতে হবে আমাদের কাজ ও পরিধি বুঝতে হবে। যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি, অব্যবস্থাপনা। এজন্য আমার দুই মন্ত্রণালয়েরই কাঠামোগত পরিবর্তন করে সকল অনিয়ম , দুর্নীতি দূর করতে নিরলস চেষ্টা করে যাচ্ছি। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের স্বার্থে পরিচালিত এই প্রতিষ্ঠানকে একটি সফল লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। যেনো বছরের পর বছর সরকারের কাছ থেকে কোনো ভর্তুকি না নিতে হয়। তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান এবং বাজারজাতকরণ কৌশল ও পরিকল্পনা নতুন করে সাজাতে হবে।

আরও পড়ুনঃ  বেসরকারি চ্যানেলগুলোর আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করার আহ্বান উপদেষ্টার

মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেখতে হবে আমাদের কাজ ও বুঝতে হবে সময়ের পরিধি। আমরা যেখানে হাত দেই সেখানেই দূর্নীতি। রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি, পোকা মাকরের মত ছড়িয়ে আছে। এই অবস্থা শুধু ষোলো বছরের বিষয় নয়, স্বাধীনতা পরবর্তী সময় ধরে ধারাবাহিকভাবে চলছে। সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার জন্য তিনি দূর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন।

আরও পড়ুনঃ  রসায়নে নোবেলজয়ীর নাম ঘোষণা হবে আজ

টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থ বছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বছরের পরে বছর ভর্তুকি নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার মানসিকতা পাল্টাতে হবে। প্রতিষ্ঠানের পরিচালন নীতি এমনভাবে তৈরি করতে হবে যেনো ভর্তুকি ছাড়াই লাভজনক অবস্থানে পৌঁছাতে পারে।

আরও পড়ুনঃ  বিভাজনের রাজনীতি নয়, বিএনপি ঐক্যের রাজনীতি চায়: রায়হান

এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।

পরিদর্শন কালে উপদেষ্টার সাথে ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান (উপসচিব) সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।