নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। দুপুর ১:৫৭। ২৩ অক্টোবর, ২০২৫।

মোহনপুরে তিন হাজার লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৮:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনাঝালপুকুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার লিটার চোলাই মদ জব্দ করেছে র‌্যাব। এ সময় চোলাই মদ উৎপাদনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার পাঁচজন হলেন- রনজিত সরদার (৪০), রতন সরদার (৪৫), ভটকা মার্ডি (৩৫), যোহন মুর্মু (২৬) ও অজিত সরদার (৩০)। শনিবার ভোরে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়েছে।

এতে বলা হয়, এদের কাছ থেকে ২ হাজার ৯৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহনপুর থানায় একটি মামলা করা হয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

    পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।