নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ২:৪৫। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

যশোরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১১:৩৩
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরে মায়ের অসুস্থতার কথা বলে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়া এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। একইসাথে উদ্ধার করেছে এফ জেড মোটরসাইকেলটিও।

আটক আল-আমিন বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন এর বোয়ালিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তবে, তার সহযোগী রিমন হোসেন আত্মগোপনে রয়েছেন।

আরও পড়ুনঃ  দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রধান উপদেষ্টা

ডিবি জানায়, ২ আগস্ট আলআমিন ও রিমন গরীবশাহ রোডে একপরিচিত যুবকের কাছে বলেন, রিমনের মা অসুস্থ, দ্রুত যেতে হবে। এরপর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেবে বলে আশ্বাস দেন। এজন্য আরও দশ হাজার টাকা হাতিয়ে নেন।

আরও পড়ুনঃ  নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

এরপর থেকে দুজনেই আত্মগোপনে চলে যান। পরে তিনি ডিবির কাছে অভিযোগ দিলে ডিবি মজিদকে আটক করে। শুক্রবার ২৬সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।