নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ১২:৫৮। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

যশোরের শার্শা উপজেলায় হাফিজুরের স্বপ্ন মরদেহ হয়ে ফিরছে

সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১১:৩৬
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: সাইপ্রাসে নির্মাণ কাজের সময় ছাদ থেকে পড়ে মারা গেছেন যশোরের শার্শা উপজেলা প্রবাসী হাফিজুর রহমান (৪৫)। তিনি বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে।

মাত্র ১৩ দিন আগে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে সংসার-পরিজন ছেড়ে ইউরোপের এই দেশে পাড়ি জমিয়েছিলেন হাফিজুর। কিন্তু সেই স্বপ্নের পরিসমাপ্তি ঘটে গেল এক নির্মম মৃত্যুর মাধ্যমে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

হাসপাতালে ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে ছেড়ে যাওয়া দেনার বোঝা—সব মিলিয়ে ভেঙে পড়েছে পরিবার।

স্থানীয়রা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।উপজেলায় ৫নং পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য তানজিলা খাতুন বলেন, “সংসারের অভাব ঘোচাতে বিদেশে গিয়েছিলেন হাফিজুর। কিন্তু তাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেল পরিবার। দ্রুত মরদেহ যেন দেশে ফেরত আসে, সে বিষয়ে সরকারের সহযোগিতা চাই।”

আরও পড়ুনঃ  কোনো দলের অবৈধ-অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকট ফেলা যাবে না: সালাহউদ্দিন আহমেদ

গ্রামের প্রবীণ আজগার আলী বলেন, “মানুষের ভাগ্য কখনো সহজ হয় না। হাফিজুরের দুর্ঘটনা আমাদের সবাইকে সতর্ক করছে। পরিবারের পাশে দাঁড়ানোই এখন আমাদের কর্তব্য।”

প্রবাসী পরিচিত নয়নচৌধুরী যোগ করেন, “বিদেশে যাওয়াটা জীবিকার জন্য প্রয়োজন, কিন্তু দুর্ঘটনার ভয় সবসময় থাকে। হাফিজুরের মৃত্যু হৃদয় বিদারক।”

আরও পড়ুনঃ  আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে অধ্যাপক ইউনূস

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, নিহতের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে মরদেহ দ্রুত দেশে ফেরাতে সহযোগিতা করবে উপজেলা প্রশাসন।

বিদেশে গিয়ে প্রবাসী হওয়া হাফিজুরের স্বপ্ন এখন মরদেহ হয়ে ফিরে আসছে। আর তার পিছনে রইল শোকে পাথর হয়ে যাওয়া পরিবার, অনিশ্চয়তার বোঝা এবং চোখের জলে ভেজা পুটখালী গ্রামের আকাশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।