নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। রাত ৮:৪৬। ১২ আগস্ট, ২০২৫।

যুক্তরাষ্ট্রে স্টোরে বন্দুক হামলা, নিহত ৩

আগস্ট ১২, ২০২৫ ১:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরে গুলিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

অস্টিন পুলিশ সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ জানায়, ঘটনাস্থল এখনও নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সাবেক স্ত্রীকে অপহরনের চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

পুলিশের বিবৃতিতে কেউ আহত হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি। তবে অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি সেবা সংস্থা এক্স-এ জানিয়েছে, তারা চারজনকে সহায়তা দিয়েছে, তবে বিস্তারিত কিছু জানায়নি।

পুলিশ সন্দেহভাজনকে সাদা চামড়ার একজন পুরুষ হিসেবে শনাক্ত করেছে, যার পরনে ছিল শর্টস ও হাওয়াইয়ান ফুলের নকশার শার্ট। বন্দুক হামলার পর ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ওই ব্যক্তির কাছাকাছি না যেতে স্থানীয়দের সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

বন্দুক হামলা ও প্রাণহানির এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে কেনাকাটার মৌসুম চলছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দোকানের পার্কিং লটে বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী ছুটে যাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।