নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। ভোর ৫:৩০। ১৪ মে, ২০২৫।

রপ্তানি খাতে সমান কর সময়োপযোগী

জুন ১১, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

প্রস্তাবিত বাজেটে সব রপ্তানিমুখী শিল্পে তৈরি পোশাক খাতের মতো করপোরেট করহারের প্রস্তাব দেওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোটার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। গতকাল সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটের এই পদক্ষেপ বাস্তবসম্মত ও সময়োপযোগী।

আরও পড়ুনঃ  ফরিদপুরের ইসমাইল হত্যার আসামি রাজশাহীতে গ্রেফতার

উল্লেখ্য, বাজেটে সব রপ্তানিমুখী শিল্পের সব কারখানার জন্য ১০ শতাংশ এবং অন্যান্য কারখানার জন্য ১২ শতাংশ হারে করপোরেট করের প্রস্তাব করা হয়েছে। এতদিন ধরে শুধু তৈরি পোশাক খাত এ সুবিধা পাচ্ছিল। তবে বিএফএফইএর মতে, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে ১ শতাংশ উৎসে কর আরোপ করা যুক্তিসংগত নয়। এ ক্ষেত্রে উৎসে কর শূন্য দশমিক ২৫ শতাংশ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।