নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:৪৫। ২ ডিসেম্বর, ২০২৫।

রাকাব-এ উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মসূচির সমাপনী

ডিসেম্বর ১, ২০২৫ ৫:৩৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : সোমবার ১ ডিসেম্বর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে বাংলাদেশ ব্যাংকের SMESPD এর SICIP Project এর আওতায় Entrepreneurship Development Program এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রথিন কুমার পাল।

আরও পড়ুনঃ  তানোরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ আইয়ুব আলী এবং রাকাব, ঋণ ও অগ্রিম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক মোঃ নবিউল করিম।

আরও পড়ুনঃ  ডিফেন্সের ভুলে বাংলাদেশের এশিয়া কাপের স্বপ্ন ভঙ্গ

প্রোগ্রামের কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার। উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী ও সৃজনশীল ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ০৩ নভেম্বর হতে ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলমান এই কর্মসুচিতে ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  এসপি নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা, নওগাঁয় শিক্ষার্থীদের প্রতিবাদ

অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার প্রদান এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র বিতরণ করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।