নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৭:৫৫। ১৮ সেপ্টেম্বর, ২০২৫।

রাকাব পরিচালনা পর্ষদের ৫৯২তম সভা অনুষ্ঠিত

মে ২২, ২০২৫ ৭:২৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর পরিচালনা পর্ষদের ৫৯২তম সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ—রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি; রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি; প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা. মোঃ আব্দুল হাই সরকার; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৪৬২ মণ্ডপে হবে দুর্গাপূজা : চলছে প্রস্তুতি

সভায় শুরুতেই পরিচালনা পর্ষদের সভায় প্রথমবার যোগদান করায় মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া-কে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুনঃ  রাকসুর নির্বাচনি প্রচারণা শুরু, আচরণবিধি ভঙ্গ করলে শাস্তি

সভায় রাকাব-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে ব্যাংকের ব্যবসায়িক সম্প্রসারণ ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।